ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪০, ২৬ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। এসময় চালকের পেছনে থাকা আরও একজন আহত হয়েছে। সে খিলক্ষেত পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। 

সোমবার বিকেলে উপ‌জেলার পূর্বাচল উপশহ‌রের তিন'শ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ৫নং ব্রিজের সামনে এঘটনা ঘটে। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল মোল্লা জানান, বিকেলে উল্টো পথে মোটরসাইকেলটি আসলে অপরদিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর আরোহীর মৃত্যু হয়। 

দুর্ঘটনায় বেঁচে যাওয়া গুরুতর আহতকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এঘটনা র‍্যাব-১ (সিপিসি-৩) পিকআপ ভ্যানটি আটক করেছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি