ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে অবাধে চলছে পাখি নিধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ২৭ অক্টোবর ২০২০

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জলাশয় ও বিস্তীর্ণ ফসলের মাঠে অনেক বিরল প্রজাতির পাখির বিচরণ। পাখি শিকার দন্ডনীয় অপরাধ হলেও বিশেষ কায়দায় শিকার করা হচ্ছে এসব পাখি। 

শুধু তা-ই নয় খাচাবন্দি করে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন হাট-বাজারে। এর মধ্যে প্রতি জোড়া টিয়া ৮শ’ টাকা, ঘুঘু ৪শ’ ৫০ টাকা এবং বিভিন্ন প্রজাতির বক বিক্রি হচ্ছে ৩শ’ টাকা জোড়া। 

২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক লাখ টাকা জরিমানা অথবা  এক বছরের কারাদণ্ড। এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

পাখি নিধনের ব্যাপারে স্থানীয় সচেতন মানুষজন জানান, ‘পাখি বিক্রি ও কিনতে আসাদের অনেক সময় বাধা দিলেও শোনে না, বরং উল্টো ধমক দেয়। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর হস্তে বন্যপ্রাণী নিধন দমন করা উচিত।’

পাখি বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে মনিটরিং করা হচ্ছে। আমরা ও গ্রাম পুলিশ পাখি নিধন প্রতিহত করার চেষ্টা করছি।’

জানতে চাইলে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘আমরা যখনই জানতে পারি কোথাও পাখি শিকার হচ্ছে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিই। পাশাপাশি সাধারণ মানুষকে পাখি শিকার রোধে সচেতন করছি।’ 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি