ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ আসামির রিমান্ড চাইবে পিবিআই 

রংপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২২, ২৭ অক্টোবর ২০২০

রংপুরে ডিবি পুলিশের এএসআইয়ের নেতৃত্বে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার প্রধান আসামিসহ ৩ জনের রিমান্ড চাইবে পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

গত রোববার (২৫ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি পুলিশের এক এএসআইয়ের নেতৃত্বে হারাগাছ থানার ক্যাদারেরপুল এলাকায় গণধর্ষণের শিকার হন ওই স্কুলছাত্রী। এ ঘটনায় নির্যাতিতার বাবা অভিযুক্ত পুলিশ অফিসার রায়হানসহ ২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে রায়হান ও ঘটনার সাথে জড়িত দুই নারীকে গ্রেফতার করা হয়। 

গতকাল সোমবার মামলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে দুই নারী আসামিকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলেও প্রধান আসামি রায়হানকে পুলিশ লাইনে রাখা হয়েছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি