ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ২৭ অক্টোবর ২০২০

পটুয়াখালীর বাউফলের বলাই-কানাই দিঘীরপাড় গ্রাম থেকে সোমবার রাতে কুলসুম আক্তার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করে সে।

স্থানীয়রা জানায়, রাতে পরিবারের লোকজনের সঙ্গে থাকা কালিন মোবাইলফোনে কল আসলে তড়িঘরি করে নিজ কক্ষে যায় সে। কিছু সময় পরে পরিবারের লোকজন আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুঁলতে দেখে তাকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি