ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ২৭ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৪৭, ২৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় নয়'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়ামিন ওরফে জিয়া(৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

সোমবার রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়ামিন ওরফে জিয়া  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে। এঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গবার দুপুরে এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জিয়ামিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি