ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ৩২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় ৩২০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক ফকির (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শরণখোলা উপঝেলার উত্তর জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রাজ্জাককে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক রাজ্জাক উত্তর জিলবুনিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজ্জাককে আটক করা হয়। এসময় ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রাজ্জাককে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি