ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিবস্ত্র করে নির্যাতন: রিমান্ড শেষে কারাগারে দেলোয়ার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৭, ২৭ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে পাঁচ দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাশফিকুল হক এ আদেশ দেন। 

এদিন একটি ধর্ষণ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে পুনঃরায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে তাকে জেলা কালাগারে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দেলোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন (পিবিআই) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ধর্ষণের মামলায় পাঁচদিন এবং অপর দুটি মামলায় দুই দিনসহ মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি