কুমিল্লায় ছাত্রলীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত : ০৯:১৮, ২৮ অক্টোবর ২০২০
কুমিল্লার হোমনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচশ'র ও বেশি অসহায়, দরিদ্র মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান,ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয়, শরীরের তাপমাত্রা, ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চিকিৎসা ওষুধ দেয়া হয়েছে।
রোববার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে হোমনা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপি। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ৫ জন ডাক্তার ৫ সহকারী নিয়োজিত ছিলেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পৌর যুবও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, তাঁতীলীগ সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, সহ-সভাপতি তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক মো. হারিছ, সাংগঠনিক সম্পাদক শেখ আজিম, শান্ত খন্দকার,শরীফ সরকার, হোমনা ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সামসুল আলম শুভ, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিরাজসহ সকল ইউনিট উপস্থিত ছিলেন।
এমবি//
আরও পড়ুন