ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৮, ২৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল।

ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস সকাল পৌনে এগারোটার সময় জয়দেবপুর স্টেশন ছেড়ে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ওই রুটের কয়েকটি ট্রেন জয়দেবপুর ও টঙ্গী স্টেশনে আটকা পড়ে। 

তিনি জানান, পরে জয়দেবপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি