ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়নের দাবি 

নড়াইল সংবাদদাতা

প্রকাশিত : ১৬:১১, ২৮ অক্টোবর ২০২০

বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়নের দাবিতে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা।

এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, সহসভাপতি লেফট্যানেন্ট কর্নেল হাসান ইকবাল, মোহাম্মদ শহিদুল ইসলাম, নাছির উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল ভিশন ডিজিটাল ডিশলাইনের স্বত্ত্বাধিকারী জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ অনেকে।

বক্তারা বলেন, নড়াইল, যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলায় বিশেষ অর্থনৈতিক জোন বাস্তবায়ন, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সেতু নির্মাণসহ ১১টি দাবি বাস্তবায়ন করতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি