ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ভোলায় পুলিশ সুপার হলেন‌ স্কুলছাত্রী রিমি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ২৮ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:২৬, ২৮ অক্টোবর ২০২০

ভোলায় পুলিশ সুপার হলেন ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি। যদিও তা মাত্র এক ঘণ্টার জন্য। প্রতীকী দায়িত্ব নিয়েই ভোলার সাত উপজেলাকে নারীবান্ধব করতে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।

আজ বুধবার সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছ থেকে প্রতীকীভাবে ওই দায়িত্ব গ্রহণ করেন স্কুল ছাত্রী রিমি। এসময় এক ঘণ্টার জন্য তার অধীন হন সকলে। ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে।

কণ্যাশিশু দিবস উপলক্ষে, নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন আয়োজনের। পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি