ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে মা ইলিশ শিকার, ২ জেলের কারাদণ্ড

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৪৫, ২৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার গৌরিপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মিজানুর রহমান (৩০) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে এনায়েত হোসেন (৩৫)। 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি