ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বস্তি যেন মাদকের আখড়া

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর শহরতলীর লালপুল বস্তিতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বেশকিছু গাঁজা উদ্ধার করা হয়।  একইসঙ্গে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় গাঁজা বিক্রির ১৩ হাজার ৪৫০ টাকা, ১৬০ পুরিয়া ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘরের মালিকের বোন শিরিন আক্তার ওরফে নাসরিনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রট মনিরুজ্জমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে লালপুলের বস্তিতে অভিযান চালানো হয়েছে। তবে খবর পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি