ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অতিবর্ষণে আগাম শিম চাষে বিপর্যয়ে মেহেরপুরের চাষিরা (ভিডিও)

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৬, ২৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৪:১২, ২৯ অক্টোবর ২০২০

মেহেরপুরে এবার প্রায় ১৫৭ হেক্টর জমিতে আগাম শিমের চাষ হয়েছে। তবে অতিবর্ষণের পাশাপাশি গরম আবহাওয়ার কারণে গাছে ফুল ও শিম ধরলেও তা পচে যাচ্ছে। সাথে যোগ হয়েছে পোকা ও পাতামরা রোগ। 

এসব দূর করতে অনেক ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না। তবে শিমের ফলন কম হলেও বাজারে চাহিদা ও দাম ভাল থাকায় লাভের আশা করছেন চাষিরা। 

শিম চাষিরা বলেছেন, ‘পচে যাওয়া ও পোকা ধরা রোধে অনেক ধরনের কীটনাশক দেয়া হচ্ছে। তারপরও ফুল পড়ে যাচ্ছে।’

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা শিম চাষে খরচ ২০ হাজার টাকা। এবার বিক্রি হচ্ছে বিঘা প্রতি ৫০ থেকে ৫৫ হাজার টাকায়। গত বছরগুলোতে বিঘা প্রতি ৮০ থেকে ৯০ হাজার টাকার শিম বিক্রি করা সম্ভব হয়েছে। 

কাঁঠালপোতা গ্রামের শিম চাষিরা বলছেন, ‘এক বিঘা জমিতে ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু এবার যে ফলন আসছে তাতে আমাদের কিছু থাকছে না। তবে শিমের ফলন কম হলেও বাজারে চাহিদা ও দাম ভাল থাকায় কিছুটা লাভের আশা করছি।’ 
 
জানতে চাইলে জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম লিটন বলেন, ‘আবহাওয়ার কারণে কিছু গাছে রোগ দেখা দিচ্ছে। আমরা ছত্রাক ও ব্যাকটেরিয়ানাশক প্রয়োগের পরামর্শ দিয়েছি। আশাকরি আবহাওয়ার পরিবর্তন হলে এসব থাকবে না।’

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি