ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইলে প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’র বিদায় সংবর্ধনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৯ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:৩৯, ২৯ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার দুপুরে বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসাকে বিদায় সংবর্ধনা দিয়েছে সরাইল উপজেলা প্রেস ক্লাব। 

সংগঠনটির সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। 

সরাইল প্রেস ক্লাবের সদস্য শরিফ উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভুমি) ফারজানা প্রিয়াংকা। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, একুশে টেলিভিশন অনলাইন ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি, প্রেস ক্লাবের সদস্য নারায়ণ চক্রবর্ত্তী  প্রমুখ। 

এসময় সরাইল উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী উপহার এবং ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে।

আরকে//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি