ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বৃক্ষরোপন

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ১৭:৫২, ২৯ অক্টোবর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নওগাঁর ঐতিহ্যবাহী ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে কাঠ বাদাম নামক বিরল প্রজাতির বৃক্ষরোপন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারের সহ-ধর্মিনী মিসেস নাসরিন খোন্দকার। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছেলে সামি খোন্দকারকে নিয়ে আলতাদিঘী উদ্যান পরিদর্শন শেষে তিনি এই বৃক্ষটি রোপন করেন।

এসময় উপস্থিথ ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ এর সহ-ধর্মিনী মিসেস তাহমিনা শারমিন দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সহ-ধর্মিনী মিসেস জ্যোতির্ময়ী বর্মণ, জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ তাকমিলা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি