সিদ্ধিরগঞ্জে ১৮ ফার্মেসীকে জরিমানা
প্রকাশিত : ২০:০৫, ২৯ অক্টোবর ২০২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড এলাকায় লাইসেন্সবিহীন, মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ১৮টি ফার্মেসীকে তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ঔষধ প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমান আদালত।
এসময় উদ্ধার হওয়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় চাঁন মার্কেট সহ কয়েকটি মার্কেটে দুপুর বারটা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন তিশার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ওহিদুর রহমান জানিয়েছেন, লাইসেন্স ছাড়া ঔষধ ব্যাবসা পরিচালনা সহ মেয়াদউত্তীর্ন ঔষধ বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে ১৮টি ফার্মেসীকে তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদউত্তীর্ণ প্রায় তিন লাখ টাকা মূল্যের ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরকে//
আরও পড়ুন