ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ৩০ অক্টোবর ২০২০

ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ঢাকাগামী ড্রিম লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি