ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইলিশ শিকারের দায়ে বরিশালে আটক ১৪

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ৩০ অক্টোবর ২০২০

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জাল ও ৩শ’ কেজি মাছ জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বরিশাল নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন ও হিজলা নৌ পুলিশ ইনচার্জ শেখ বেলাল হোসেনের নেতৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে দেয়া হয়। পরে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি