ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমানুল হক সেন্টু আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৩৬, ৩০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। 

আজ শুক্রবার সকালে শহরের ফুলবাড়িয়াস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি, ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য সুহৃদরা তার বাড়িতে ভীড় করে। 

বাদ জুম্মা টেংকের পাড় মাঠে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদাশেষে ও জানাজা সম্পন্ন হয়। এতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে। পরে সদর উপজেলার বিজেশ্বরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি