ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে আইসিটি মামলায় যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ৩০ অক্টোবর ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সঃ), বিবি আয়েশা (রাঃ) ও ইসলাম বিরোধী কথা লিখায় মিঠুন দে প্রকাশ পিকলু নীলকে (৩৮) গ্রেফতার করছে ফেনী মডেল থানা পুলিশ।

ফেসবুকে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিরুদ্ধে আজ শুক্রবার ভোরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ নামে এক ব্যক্তি। 

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরবর্তিতে মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ফেনীর সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে তুলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত এজাহার আমলে নিয়ে তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। পরবর্তীতে এব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এদিকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি