ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুলাউড়ায় নাটকীয় অনশনের প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ৩০ অক্টোবর ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবাসীর বাড়ির সামনে টাকা পাওয়ার অভিযোগ এনে অনশনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ইউরোপ প্রবাসী সৈয়দ সাব্বির জামিল।

গতকাল বিকেলে কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে সাব্বির জামিল বলেন, রিয়াদ আহমদ নামে জনৈক ব্যক্তি তার কাছে টাকা পাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে তার বাড়ির সামনে অনশন করে সমাজের কাছে তাকেও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করেন। তিনি বলেন তার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষে একটি চক্র তার বিরুদ্ধে চক্রান্ত করছে।
 
এ ব্যাপারে রিয়াদ আহমদ জানান, ছাব্বির ও এমদাদ নামে দুই বন্ধু তার কাছ থেকে টাকা নিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি