ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বিনামূল্যে মাস্ক বিতরণ 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৪, ৩০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) ও ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ (পিএসবি) এর যৌথ আয়োজনে এই মাস্ক বিতরণ করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বান্দুরা বাজারে পথচারী, সুবিধাবঞ্চিত মানুষ ও ব্যবসায়ীদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিএমসিসির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাকিল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল মজিদ, জেনারেল সেক্রেটারী রাসেল রহমান শিমুল, হাসান মাহবুব, এস এম ফারুক, অধ্যক্ষ শেখ আবু জাফর জুয়েল, মোহাম্মদ মজনু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা বাবু কালিপদ হালদার, ডাঃ শ্যামলাল পাল, বান্দুরা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মৃনাল মিয়া, ডাঃ হরগোবিন্দ সরকার প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি