ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ৩০ অক্টোবর ২০২০

“দুর কর দুঃশাসন দুরাচার-জনতা জেগেছে যে দুর্বার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের নেতা আবু মহিউদ্দিন, মিজানুর রহমান, এম এস রাজু, কমল কুমার রায়, অমল টিক্কু প্রমূখ। 

বক্তাগণ বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে নিরবিচ্ছিন্নভাবে সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত রয়েছে উদীচী। সংস্কৃতির আলোকিত শক্তিতে ভর করে দেশের প্রতিটি ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা রেখেছে এই সংগঠন। আগামীতেও সময়ের দাবি মেটাতে উদীচী অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে। পরে সংগঠনের শিল্পীরা কবিতা আবৃত্তি, দলীয় গণসঙ্গীত ও একক গান পরিবেশ করে দীর্ঘ সময় ধরে। এসময় সংগঠনের নেতাকর্মী ছাড়াও আমন্ত্রিত অসংখ্য অতিথি দর্শকশ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি