ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২০

যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার সময় সড়কের বল্লা গ্রামের বালিগাদা কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)। আহতরা হলেন, বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৭), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।

ঝিকরগাছা শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি