ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

বেনাপোল (যশোর)প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৭, ৩০ অক্টোবর ২০২০ | আপডেট: ২৩:৩৮, ৩০ অক্টোবর ২০২০

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল ইমাম পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে বেনাপোল বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেকপোস্ট ঘুরে বেনাপোল বাজারে সমাবেশে মিলিত হয়। এসময় মহানবী (সা.) এর ভালোবাসার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

বেনাপোল চেকপোস্ট রিক্সা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে।

এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহবান জানান।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি