ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপারি পাড়তে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১১:৩৮, ৩১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে পড়ে মো. শাহ আলম খলিফা (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের ভাই মো. নান্নু খলিফা জানান, ‘শুক্রবার বিকেল ৫টার দিকে শাহ আলম নিজ বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে উঠেন। এ সময় দুর্ঘটনাবশত তিনি গাছ থেকে পড়ে যান। এতে মাথায় ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহ আলম নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সভাপতি।  

আজ শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নাচনমহল ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি