ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতির রিমান্ড আবেদন

নারয়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৩, ৩১ অক্টোবর ২০২০

নারয়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, ‘শুক্রবার রাতে আব্দুল গফুরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, ‘মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। এর আগে আমরা তিতাসের ৮, ডিপিডিসির ১ এবং স্থানীয় ২ জন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।’

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জনই মারা গেছেন। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি