ইউপি সদস্যের বিরুদ্ধে অন্যের জমিতে নলকূপ স্থাপনের অভিযোগ
প্রকাশিত : ১৫:১৪, ৩১ অক্টোবর ২০২০
সাতকানিয়ায় ইউপি সদস্যের বিরুদ্বে জায়গা দখল করে নলকূপ বসানোর অভিযোগ। গত বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) সাতকানিয়া উপজেলার এওচিয়ার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল শরীফ প্রকাশ ( মনুমেম্বার) দেওদীঘির ব্যবসায়ী মাওলানা আবু তাহেরের জায়গা দখল করে এই গভীর নলকূপ বসানোর পায়তারা চালান।
ব্যবসায়ী মাওলানা আবু তাহের জানান, আবুল শরীফ প্রকাশ মনু মেম্বার এওচিয়া ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হওয়ায় এবং স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় আমার জায়গার উপর জোর করে গভীর নলকূপ স্থাপন করতেছে,অথচ! আমি ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে একটা অস্থায়ী নিষেধাঙা ও আনছি তবু ও তাকে দমানো যাচ্ছেনা।
সে এত বেশী বেপরোয়া যে পুলিশ প্রশাসনের কথা ও মানতেছে না। সে নলকূপ বসিয়ে আমার জায়গা দখলের চেষ্টা চালান।
এদিকে,অভিযুক্ত মনু মেম্বার বলেন, নলকূপ বসানোর অর্ডার আছে আদালতের, অর্ডারের কপি খুজলেঁ আর কোন সদুত্তর দিতে পারেনি।
এদিকে সাতকানিয়া থানার এএসআই দীপক জানান, আমি আদালতের একটা আদেশ পেয়েছি। শান্তি শৃংখলা রক্ষার্থে ঐ আদেশের অনুবলে একটা নোটিশও জারী করেছি।
আরকে//
আরও পড়ুন