ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বোরো ধানের বাম্পার ফলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৩:৫১, ১৫ মে ২০১৭

অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বীজের যোগান থাকায় গাজীপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে মাড়াইয়ের সময়ে কৃষি শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় বিপাকে কৃষকরা। এদিকে, মাদারীপুরে এবছর ব্রিধান-৭৪ চাষ করে লাভবান কৃষকরা। এছাড়া দেশে প্রথমবারের মতো ব্রি-৫ জাতের ধান চাষে সফলতা পেয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চাষীরা।
মাঠে মাঠে ধান কাটার ধুম। সোনার ফসল মাড়াইয়ে ব্যস্ত কিষাণ-কিষাণী।
হাতে ছিল পর্যাপ্ত বীজ। আর আবহাওয়া অনুকূলে থাকায় গাজীপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষি শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়ায় ধান মাড়াইয়ে সংকটে চাষীরা।
এ বছর এসডিএস ও হারভেস্টের সহযোগিতায় মাদারীপুরে ২৫ জন কৃষক ব্রিধান-৭৪ চাষ করে ভালো ফলন পেয়েছেন।
প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার পাশাপাশি এই জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দেশে এবারই প্রথম ব্রি-৫ জাতের ধানের চাষ হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ফলন ভালো হওয়ায় এই জাতের ধান চাষে অন্য কৃষকদেরও আগ্রহ বেড়েছে।
দেশে যেসব হাইব্রিড ধানের চাষ হয় তার মধ্যে ব্রি-৫ সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা রাখে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি