ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৪, ৩১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’এ শ্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন পিপিএম। 

জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌর সভার পৌর মেয়র শহিদ উল্লাহ খাঁন ও জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্যাহ। 

আলোচনা সভার আগে অতিথিগণ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি