ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ  

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৯, ৩১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সদরের বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

এতে সংগঠন ও তার সহযোগি সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। এসময় জমিয়াতে হিযবুল্লাহর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাও. আ. মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি