ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ সাত মাস পর সাফারি পার্ক খুলছে আজ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৪৮, ১ নভেম্বর ২০২০ | আপডেট: ১০:৪৬, ১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

স্বাস্থ্যবিধি মানার শর্তে দর্শনার্থী ও পর্যটকদের জন্য আজ থেকে খুলে দেয়া হয়েছে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। চলমান করোনা সংকটের কারণে দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোর ন্যায় এটিও দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ ছিল। 

এর আগে চলতি বছরের ২০ মার্চ থেকে মহামারির কারণে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ক্রমেই সংক্রমণ কমে আসায় গত ২৮ অক্টোবর পার্কটি খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাবিবুর  রহমান সাংবাদিকদের জানান, ‘আগত দর্শনার্থী ও পর্যটকরা শারীরিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় প্রবেশ করতে পারবেন।’

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্ক খুলে দেওয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রগুলো, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবিবুর রহমান বলেন, করোনাভাইরাস মহামারির কারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান গত ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্ক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি