ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

নলছিটিতে ফিরোজা আমুর ১৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৭, ১ নভেম্বর ২০২০ | আপডেট: ১৮:৫১, ১ নভেম্বর ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির সহধর্মিণী মহীয়সী ফিরোজা আমুর ১৩তম মৃত্যুবার্ষিকীতে ঝালকাঠির নলছিটিতে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের অয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের
আয়োজনে রোববার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। তিনি মরহুমা ফিরোজা আমুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, মো. মজিবুর রহমান খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সাবেক ভাইস চেয়ারম্যান মো. দুলাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম. আখতারুজ্জামান বাচ্চু, প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. অনিক সরদার, সাধারণ সম্পাদক, মো. দিদারুল আলম রায়হান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. পারভেজ হোসেন হান্নানসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।  মোনাজাতে মহীয়সী নারী ফিরোজা আমুর রুহের মাগফিরাত কামনা করা হয়। 

মরহুমা ফিরোজা আমুর রুহের মাগফিরাত কামনায় একই দিন বাদ আসর পৌর আওয়ামী লীগের উদ্যোগে হাইস্কুল সড়কের জিএম খান মার্কেটের নিচতলায় এবং ছাত্রলীগের উদ্যোগে নলছিটি কন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সদস্য মো. ওয়াহেদ কবির খান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. এসকান্দার আলী খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুর আলম রায়হান, পৌর ছাত্রলীগ সভাপতি কাওছার হোসেন সালমানসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। একইদিন বিকেলে কুলকাঠি, দপদপিয়া ইউনিয়নসহ বিভিন্নস্থানে মরহুমা ফিরোজা আমুর রুহের মাগফেরাত কমানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি