ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাওয়ার টিলারের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ১ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পাওয়ার টিলার ও বাইসাইকেলের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিবিষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল কুদ্দুস রাজাগাঁও ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে।

জানা যায়, শিক্ষক আব্দুল কুদ্দুস আটোয়ারী উপজেলার গোয়ালডিঘী মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি সকালে বাড়ি থেকে সাইকেলযোগে করে রুহিয়া উত্তরা বাজারে যাচ্ছিলেন। এ সময় পাটিয়াডাঙ্গী-রুহিয়া আঞ্চলিক সড়কের ঘনিমহেষপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাওয়ার টিলারের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হলে আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জণ রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি