ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০২, ১ নভেম্বর ২০২০

জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লামিয়া আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লামিয়া আক্তার জয়পুরহাট  সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের করিম নগর গ্রামের সেলিম ইসলামের মেয়ে।

সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায় সে। পুকুরের পাশে সদ্য ফোটা ফুল তুলতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুর লাশ পাওয়া যায় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, রবিবার বিকেলে শিশু লামিয়াকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি