ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ২ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে ২০১৯ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে এক অনুষ্ঠানে পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। 

এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম রওশন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন, উপস্থিত ছিলেন। 

এরপর ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ টাকা প্রদান করা হয়।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি