ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে গাঁজা ও ইয়াবাসহ নারী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২ নভেম্বর ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবার বেড় গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মনু (৩৫) নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। 

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মনু ভবার বেড় গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে একটি আভিযানিক দল ভবার বেড় গ্রামের মনুর বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

এ সময় তার কাছ থেকে ৩শ’ গ্রাম ভারতীয় গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি