ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ ও কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ২ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা রিগান ও কৃষকলীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টার দিকে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রিগান তার মামাকে মোটরসাইকেলে হাসপাতালে নিয়ে আসছিলেন। এ সময় অজ্ঞাত ৬ থেকে ৭ জন ব্যক্তি গতিরোধ করে রিগানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

সঙ্গে থাকা তার মামা কৃষকলীগ নেতা মহসিনকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

আহত রিগান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি প্রার্থী ও মহসিন রেজা জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক। 

পুলিশ জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি