নওগাঁয় তিনদিনে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশিত : ১৭:২৫, ২ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:২৮, ২ নভেম্বর ২০২০
নওগাঁয় গত তিনদিনে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনজন, ট্রেনের ধাক্কায় ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জন রয়েছে। এরা হলেন ২ জন মহিলা, ১ জন মাদ্রাসা শিক্ষক, একজন নির্মাণ শ্রমিক ও ১ জন কাঁচামাল ব্যাবসায়ী।
সোমবার সকাল ৯টার দিকে জেলার ধামইরহাট উপজেলার নয়াপুকুর নামক স্থানে বালুবোঝাই ট্রাক্টরের চাঁপায় মজনুর
রহমান(৩৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা গ্রামের মো.
আমজাদ হোসেনের ছেলে। এসময় তিনি মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে প্রাইভেট শিক্ষকের বাসায় যাচ্ছিলেন।
এদিকে গত রোববার দুপুরে জেলার মান্দা উপজেলা কুসুম্বা ইউনিয়নের চকশ্যামা গ্রামের শুটকা দেওয়ানের ছেলে ব্যবসায়ী আলী হোসেন (৩৫) পেয়ারা নিয়ে যাওয়ার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের চাঁপায় নিহত হয। একইদিন সকাল ১০টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলষ্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় রাহেলা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রাহেলা উপজেলার কয়শা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
এর আগের দিন শনিবার বিকেল ৩ টার দিকে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের আসাদুল হকের স্ত্রী ফাতেমা বেগম(৬০) তার ছেলে রেজাউল হকের মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে মালবোঝাই মোটরট্রলির চাঁপায় ফাতেমা বেগম নিহত হন। ওইদিন বিকেলে জেলার বদলগাছী উপজেলা সদরের মাষ্টারপাড়া গ্রামে রেজাউল ইসলাম মাষ্টারের বাড়িতে কাজ করার সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক ছানোয়ার হোসেন ওরফে সনির (২৫) মৃত্যু হয়। মৃত ছানানোয়ার উপজেলার কাদিবাড়ি গ্রামের জনৈক আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দাযের হয়েছে।
কেআই//
আরও পড়ুন