ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ১৭৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা জেলা পরিষদ কর্তৃক মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার  দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, শাহ আলম সনি ও শিক্ষার্থী  সানজিদা খাতুন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি