ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: মসজিদের সভাপতির জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ২ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদের ভয়াবহ বিস্ফোরণের মামলায় গ্রেফতার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর (মেম্বার) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে এই মামলার চার্জশিট জমা দেয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাতে তল্লা এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জন মারা গেছে। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি