ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ৩ নভেম্বর ২০২০

জেল হত্যা দিবসে নাটোরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীত পরিবশন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

এ সময় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মত্তুর্জা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাসসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি