ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নাটোরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৪:৫৪, ৩ নভেম্বর ২০২০

নাটোরে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকুল আলী মন্ডল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার গোরস্থান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে প্রাণ কোম্পানি থেকে মাকে নিয়ে ফেরার পথে ডাকমারা গোরস্থান- চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রলি পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুকুল আলী মন্ডল মারা যান। 

এ সময় মোটরসাইকেলারোহী মাকে গুরুতর আহতাবস্থায় সদর মেডিকেলে পাঠানো হয়। নিহত মুকুল রুমের ভাগ গ্রামের ওমেদ আলী মন্ডলের ছেলে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি