ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ৩ নভেম্বর ২০২০

নওগাঁয় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের চার'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইফ এর অর্থায়নে সোস্যাল এইডের সহযোগীতায় বে-সরকারি সংস্থা রানির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে মঙ্গলবার বেলা ১১টায় কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ২০ কেজি সরু চাল, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল। এসময় অন্যান্যের মধ্যে লাইফ এর এশিয়া কর্ডিনেটর ইসহাক এম সোহেল, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার রিজভী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান জানান, করোনাভাইরাসে যারা দিন আনে দিন খায় এই রকম অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি