ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে কর্মস্থলে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ৩ নভেম্বর ২০২০

তিন দফা দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন। ফলে আজ মঙ্গলবার দুপুর ১টায় আলোচনা শেষে কর্মস্থলে ফেরেন চিকিৎসকরা।
 
এসোসিয়েশনের সভাপতি ডা. সজল পান্ডে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এ তথ্য জানান। 

এর আগে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকগণ এবং মেডিকেল ইউনিট সহকারী রেজিষ্টার ডা. মাসুদ খানের মধ্যে আলোচনা হয়। এ আলোচনা ফলপ্রসু হওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ডা. মাসুদ বাদী হয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা করায় পরদিন থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। তবে আজ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি