ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার-গুলিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ৩ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে পৌর শহরের ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করা হয়। 

মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, শহরের মৌড়াইল এলাকার জুয়েল (৩২) ও সরাইল উপজেলার হালুয়া পাড়ার সোহাগ (২৯)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ যোবায়ের আহম্মেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি বেলায়েত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি