ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে জেল হত্যা দিবস পালিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৬, ৩ নভেম্বর ২০২০

ঝালকাঠির নলছিটিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ অফিসে দিবসটি উপলক্ষে অলোচনা সভা ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তযোদ্ধা মো. মজিবুর রহমান খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. এসকান্দার আলী খান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন আলো, পৌর অওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, উপজেলা যুবলীগের অহবায়ক মো. দুলাল শরীফ, যুগ্ম আহবায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. অনিক সরদার, সাধারণ সম্পাদক, মো. দিদারুল আলম রায়হান, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি শরীফ মিজানুর রহমান লালন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. পারভেজ হোসেন হান্নান প্রমুখ। 

এসময় নলছিটি থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) মো. আ. হালিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু কৃষ্ণ লাল চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাছুম হোসেন, পৌর কাউন্সিলার আ. কুদ্দুছ মোল্লাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ মসজিদের ইমাম মো. রেজাউল করিম দোয়া-মোনাজাত পরিচালনা করেন। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ ও দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী তালুকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি