ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ৩ নভেম্বর ২০২০

"শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা" এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
  

এ উপলক্ষে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয্যারম্যান শাহরিয়ার আজম মুন্না এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, ডা. নাজমুন নাহার তাজরীন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ সরকার প্রদত্ত মাতৃত্ব ভাতাটি মা ও শিশুদের পূষ্টিকর খাবারের জন্য ব্যয় করার উপর গুরুত্বারোপ করেন। 
দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বয়সী তিনশতাধিক নারী, শিশু ও পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ঔষধ প্রদান করা হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি