ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাথর উত্তোলনের দাবি সিলেট কোয়ারি শ্রমিকদের

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনার ধাক্কা কাটিয়ে উঠতেই পাথর তোলা শুরু করার দাবি জানিয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি কোয়ারির শ্রমিকরা। 

স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, দেশের পর্যটন স্পষ্টগুলোকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষায় মনযোগ দিতে হবে।

উত্তর সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছে শ্রমিকরা। 

করোনা সংক্রমণ শুরুর আগে থেকেই পরিবেশ রক্ষার জন্যে পাথর ও বালু উত্তোলন বন্ধ ছিলো। এতে বেকায় হয়ে পড়েন বহু শ্রমিক। তারা বলছেন, কোয়ারি কেন্দ্রিক ব্যবসা সচল না হলে তাদের জীবন চালানো কঠিন হবে। তাই মানবিক বিবেচনায় ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের। 

শ্রমিকরা জানান, আমরা শ্রমিক, পাথর তোলা শুরুর করার দাবি জানাচ্ছি। তিন-চারবার বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা গরীব মানুষরা খেয়ে-না খেয়ে আছি।

সম্প্রতি কোম্পানীগঞ্জের কোয়ারি পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানালেন, স্থানীয় পাথরের চেয়ে আমদানী করা পাথরের খরচ কম। পরিবেশ রক্ষায় আপাতত পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, আমাদের দেশের সম্পদ তাহলে আমাদের কাছেই থাক না। আমাদের বাচ্চাদের জন্য থাকুক, পরবর্তী প্রজন্মের জন্য থাকুক। পর্যটক আসার পরিবেশ বজায় থাকুক।

কোয়ারি চালু না হলে তাদের জন্যে বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি